Select One
1
জরুরী বিজ্ঞপ্তি:Ñ
এতদ্বারা অত্র সমিতির বিজ্ঞ সদস্যগণকে জানানো যাচ্ছে যে, বিজ্ঞ ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল খুলনার বিচারক জনাব নির্মলেন্দু দাশ আইনজীবীদের সাথে অসাদাচারন সহ সাধারন জনগনকে হয়রানী ও অনৈতিক ভাবে দীর্ঘদিন তার কার্যক্রম পরিচালনা করে আসছেন। যাহার ফলে আইনজীবীরা মামলার শুনানী করতে গেলেও কোন সঠিক উত্তর না দিয়ে অযথা হয়রানী ও অনিয়ম করে চলেছেন। এছাড়া তার কোর্টের মামলা দীর্ঘদিন হয়ে গেলেও তার নিষ্পত্তি করেন না। তার কোর্টে প্রায় ৪০ হাজারের উপরের মামলা ঝুলিয়ে রেখেছেন যার কোন নিষ্পত্তি করেন না। তিনি বিভিন্ন সময় অকারনে আইনজীবী সমিতির আইনজীবীদের সাথে কটুক্তিপূর্ন কথা ও অসভ্য আচারন করে চলেছেন। তার এই অসাদাচারনের ফলে মানুষ সঠিক বিচার থেকে বঞ্চিত হচ্ছেন । তাই বিচারক নির্মলেন্দু দাশ এর অসৌজন্যমূলক ও অনৈতিক আচারনের বিরুদ্ধে জেলা আইনজীবী সমিতি,খুলনার বিজ্ঞ আইনজীবীগন রবিবার থেকে কোর্ট বর্জন করার সিদ্ধান্ত গ্রহন করেছে । তাই আগামী ইংÑ২৫/০৯/২০২২ তারিখ রবিবার থেকে আদালত বর্জন করা হল । পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অত্র বিজ্ঞপ্তি কার্যকর থাকবে।
ধন্যবাদান্তে-
এ্যাড: মো: সাইফুল ইসলাম এ্যাড: এস এম তারিক মাহমুদ তারা
সভাপতি সাধারণ সম্পাদক
জেলা আইনজীবী সমিতি, খুলনা। জেলা আইনজীবী সমিতি, খুলনা।